স্বাবলম্বী হতে বেশি করে ফলজ বৃক্ষরোপণ করুন : রাষ্ট্রপতি

শীর্ষরিপো্র্ট ডটকম। ১৫  জুন ২০১৬

স্বাবলম্বী হতে বেশি করে ফলজ বৃক্ষরোপণ করুন : রাষ্ট্রপতি

স্বাবলম্বী হতে বেশি করে ফলজ বৃক্ষরোপণ করুন : রাষ্ট্রপতি

খাদ্যনিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বেশি করে ফলজ বৃক্ষরোপণে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

ফলজ বৃক্ষরোপণ পক্ষ ও তিন দিনব্যাপী জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রতিবারের ন্যায় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছরও জুনে দেশব্যাপী ‘ফলজ বৃক্ষরোপণ পক্ষ’ ও ‘জাতীয় ফল প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই। সভ্যতার শুরু থেকেই ফলের বহুবিধ ব্যবহার সর্বজনবিদিত।

আমাদের দেশের মাটি ও জলবায়ু ফল উৎপাদনে অত্যন্ত অনুকূল’-এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে  নানা জাতের ও স্বাদের ফল উৎপন্ন হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ফলজ বৃক্ষের রয়েছে অপরিসীম অবদান। তবে দেশীয় ফলের উৎপাদন ও বাজারজাতকরণে কীটনাশক ও প্রিজারভেটিভের অপরিকল্পিত ব্যবহার ইতোমধ্যে জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই এ ব্যাপারেও সকলকে সচেতন হতে হবে এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।

পুষ্টির পাশাপাশি আয় ও কর্মসংস্থানে ফলজ বৃক্ষের অবদান খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ প্রেক্ষাপটে ফলজ বৃক্ষরোপণ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ যথার্থ হয়েছে।

 

Related posts