স্বর্ণকন্যা শিলার বিয়ে

শীর্ষরিপো্র্ট ডটকম। ১৬ মার্চ ২০১৬
স্বর্ণকন্যা শিলার বিয়েসাউথ এশিয়ান গেমসের সাঁতারে দুইটি স্বর্ণপদক জয়ী যশোরের অভয়নগরের মাহফুজা আক্তার শিলার বিয়ে ১৮ মার্চ। বর হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর গ্রামের শাহজাহান আলীকে পছন্দ করেন শিলা। স্বর্ণজয়ী মাহফুজার ফুপাতো ভাই রবিউল ইসলাম জানান, ১৮ মার্চ স্বর্ণজয়ী মাহফুজা আক্তার শিলার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে বিয়ে হবে।’ মাহফুজা এ পর্যন্ত বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৫২টি পদক পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ওপর গ্র্যাজুয়েশন করেন। বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন। তবে এ বছর শিলার চাকরির মেয়াদ শেষ হবে। মাহফুজা ভাই-বোনদের মধ্যে চতুর্থ। এ দিকে ভারতে অনুষ্ঠিত ১২তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের পে দুইটি স্বর্ণসহ সর্বোচ্চ পদক অর্জনকারী বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটিকস দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ নৌবাহিনী। এসএ গেমসে বাংলাদেশের পে অর্জিত মোট চারটি স্বর্ণের মধ্যে নৌবাহিনীর সদস্যরা দুইটি স্বর্ণ ও ১৪টি ব্রোঞ্জ পদক জয় করে সর্বোচ্চ পদকধারীর গৌরব অর্জন করে। নৌবাহিনীর ৩৯ জন ক্রীড়াবিদ এবং পাঁচজন অফিসিয়াল সাতটি ইভেন্টে অংশ নেয়। গতকাল নৌ-সদরের সাগরিকা হলে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ নৌবাহিনীর কৃতী খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে এসএ গেমসে সাফল্যের পাশাপাশি সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক অর্জনকারী নৌবাহিনী দলের সাঁতারুদেরও পুরস্কৃত করা হয়।

 

Related posts