শীর্ষরিপো্র্ট ডটকম। ১১ জুন ২০১৬
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গতকাল শুক্রবার ঢাকা ফিরেছেন। তিনি ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।
স্পিকারকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, বেগম মাহজাবিন খালেদ এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।