স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে ঃপ্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম । ৮  জানুয়ারি  ২০১৭

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে ঃপ্রধানমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে ঃপ্রধানমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে লন্ডনস্থ বেন্টের মেয়র পারভেজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন।

এছাড়া এই বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাই তাদেরকে পর্যাপ্ত ক্ষমতা প্রদান করা হয়েছে।’

বৈঠকে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এসময় উপস্থিত ছিলেন। এই বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়রকে স্বাগত জানিয়ে ব্রিটেনে বাংলাদেশিদের ব্রিটিশ রাজনীতিতে অংশগ্রহণ এবং তাদের অবস্থানে দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সন্তোষ প্রকাশ করেন।

তিনি দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও রূপা হকের লেবার পার্টি নেতা জেরেমি করবাইনের শ্যাডো পার্লামেন্টের অন্তর্ভুক্তির জন্যেও সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশি কন্যাদের ব্রিটিশ পার্লামেন্টে দেখে তিনি অত্যন্ত গর্বিত।’

উল্লেখ্য, গত ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টিউলিপ সিদ্দিক, রোশনারা আলি ও ড. রূপা হক এমপি নির্বাচিত হন।

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী জানান, তিনি এগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন।

 

 

Related posts