সদ্য সংবাদ

স্ত্রী সন্তান ছাড়া বাইকে অন্য যাত্রী নয় : ডিএমপি

শীর্ষরিপো্র্ট ডটকম । ১১ এপ্রিল  ২০১৭

স্ত্রী সন্তান ছাড়া বাইকে অন্য যাত্রী নয় : ডিএমপি

স্ত্রী সন্তান ছাড়া বাইকে অন্য যাত্রী নয় : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন পহেলা বৈশাখে বাংলা নববর্ষের দিনে মোটরসাইকেলে স্ত্রী ও নাবালক সন্তান ছাড়া অন্য কোনো যাত্রী নেয়া যাবে না ।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখে মটরসাইকেলে এক জনের বেশি যাত্রী উঠতে পারবে না। কিন্তু স্ত্রী ও নাবালক সন্তানদের ক্ষেত্রে আমর ছাড় দিবো। তবে কোনো মতেই পুরুষ যাত্রী মটরসাইকেলের পিছনে উঠানো যাবে না।

এদিকে সম্প্রতি সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, পহেলা বৈশাখে রাজধানীতে মোটরসাইকেলে চালক ছাড়া আর আর কেউ পেছনে থাকতে পারবে না, থাকলে আটক করবে পুলিশ। কোনো ধরনের হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

Related posts