স্টার জলসার ‘পাখি মোশাররফ করিমের সাথে

শীর্ষরিপো্র্ট ডটকম । ০৮  আগস্ট ২০১৬

 

স্টার জলসার ‘পাখি মোশাররফ করিমের সাথে

স্টার জলসার ‘পাখি মোশাররফ করিমের সাথে

কলকাতার অভিনেত্রী  মধুমিতা চক্রবর্তী ‘পাখি’ নামেই বেশি পরিচিতি। ভারতীয় চ্যানেল  স্টার জলসার জনপ্রিয়  সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে শুধু কলকাতায় নয় বাংলাদেশেও ব্যাপক  জনপ্রিয়তা  পেয়েছেন মধুমিতা।এবার বাংলাদেশের একটি টেলিফিল্মে  প্রথমবারের মতো অভিনয় করলেন মধুমিতা চক্রবর্তী। টেলিফিল্মের নাম ‘মেঘবালিকা’। মহিউদ্দীন আহমেদের রচনায় টেলিফিল্মটি পরিচালনা  করেছেন পারভেজ আমিন। টেলিফিল্মটিতে বাংলাদেশের শক্তিশালী অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন  মধুমিতা।

ভারতের মানালির বিভিন্ন মনোরম লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে বলে জানান পরিচালক পারভেজ আমিন। মেঘ বালিকা’ টেলিফিল্মের গল্প নিয়ে পারভেজ আমিন  বলেন, বাড়ি থেকে  প্রেমিকের জন্য পালিয়ে আসে মধুমিতা। পরে প্রেমিক খুঁজে না পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। তখনই তাঁর পরিচয় হয় মোশাররফ করিমের সঙ্গে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবে এগিয়ে যেতে থাকে টেলিফিল্মের গল্প।টেলিফল্মটিতে মোশাররফ করিম ও মধুমিতা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন রাশেদ শাওন ও রাশা। আসছে  ঈদে  টেলিফিল্মটি  একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান  পারভেজ আমিন।

 

Related posts