সৌম্য সরকারের অবিশ্বাস্য ক্যাচ

  শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬  মার্চ  ২০১৬

সৌম্য সরকারের অবিশ্বাস্য ক্যাচ

সৌম্য সরকারের অবিশ্বাস্য ক্যাচ

এবারের বিশ্বকাপের সেরা ক্যাচটি ধরলেন বাংলাদেশের সৌম্য সরকার। ডিপ মিড উইকেটে হাফিজের উড়িয়ে মারা বলে দুই ধাপে দুর্দান্ত ক্যাচ লুফে নিলেন বাংলাদেশের অন্যতম সেরা এ ফিল্ডার। আর এতেই বিধ্বংসী হয়ে ওঠা মোহাম্মদ হাফিজকে প্যাভিলিয়নে ফেরায় টাইগাররা।

 ১৭তম ওভারের চতুর্থ বল করতে গেলেন আরাফাত সানি। পাকিস্তানীদের ব্যাটিং ঝড়ে সে বল উড়ে গেলো বাউন্ডারি লাইনে। উদ্দেশ্য ছিল ছক্কা মারা। কিন্তু প্রায় শুন্যে লফিয়ে উঠে বলটি ধরলেন সৌম্য সরকার। শেষে নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পেরে যখন দেখলেন বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন, তখন আবারও বলকে শূন্যে ছুড়ে মারলেন সৌম্য।

এরপর বাউন্ডারির ভেতরে ঢুকে আবারও প্রায় ছক্কা হতে যাওয়া বলটাকে তালুবন্ধী করে নিলেন সেই ক্যাচ। দ্বিতীয় দফায় অবিস্মরনীয় ক্যাচ লুফে নিয়েই ইতিহাসই গড়ে ফেললেন সৌম্য।

 

Related posts