|
সৌম্য সরকারের অবিশ্বাস্য ক্যাচশীর্ষরিপো্র্ট ডটকম। ১৬ মার্চ ২০১৬ এবারের বিশ্বকাপের সেরা ক্যাচটি ধরলেন বাংলাদেশের সৌম্য সরকার। ডিপ মিড উইকেটে হাফিজের উড়িয়ে মারা বলে দুই ধাপে দুর্দান্ত ক্যাচ লুফে নিলেন বাংলাদেশের অন্যতম সেরা এ ফিল্ডার। আর এতেই বিধ্বংসী হয়ে ওঠা মোহাম্মদ হাফিজকে প্যাভিলিয়নে ফেরায় টাইগাররা। ১৭তম ওভারের চতুর্থ বল করতে গেলেন আরাফাত সানি। পাকিস্তানীদের ব্যাটিং ঝড়ে সে বল উড়ে গেলো বাউন্ডারি লাইনে। উদ্দেশ্য ছিল ছক্কা মারা। কিন্তু প্রায় শুন্যে লফিয়ে উঠে বলটি ধরলেন সৌম্য সরকার। শেষে নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পেরে যখন দেখলেন বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন, তখন আবারও বলকে শূন্যে ছুড়ে মারলেন সৌম্য। এরপর বাউন্ডারির ভেতরে ঢুকে আবারও প্রায় ছক্কা হতে যাওয়া বলটাকে তালুবন্ধী করে নিলেন সেই ক্যাচ। দ্বিতীয় দফায় অবিস্মরনীয় ক্যাচ লুফে নিয়েই ইতিহাসই গড়ে ফেললেন সৌম্য। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |