শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ মার্চ ২০১৭
বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গুহার নাম আলুটিলা। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। গুহাটি দেখতে অনেকটা ভূ-গর্ভস্থ টানেলের মত যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে হেটে যেতে অন্ধকার ও শীতল এ গুহাটি স্থানীয়দের কাছে মাতাই হাকড় বা দেবতার গুহা নামে পরিচিত। পিচ্ছিল এবং পাথুরে সুড়ঙ্গের তলদেশে রয়েছে একটি প্রবাহমান ঝর্ণা । আপনার হাতের ছোট্ট মশালটিই এখানে আলোর একমাত্র উৎস। এর ভেতরটি ঘুরে দেখতে সময় লেগে যায় আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট। তবে গুহার ভেতরে উচ্চতায় অসমতার কারনে একপর্যায়ে আপনাকে হামাগুড়ি দিয়েও চলাফেরা করা লাগতে পারে।
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে শান্তি, শ্যামলী, হানিফ ও অন্যান্য পরিবহনের বাসে সরাসরি খাগড়াছড়ি যেতে পারবেন। ভাড়া পড়বে ৫২০ টাকা। এছাড়াও বিআরটিসি ও সেন্টমার্টিন পরিবহনের এসি বাস রয়েছে। খাগড়াছড়ি শহর থেকে চান্দের গাড়ি অথবা লোকাল বাসে চড়ে আলুটিলা পর্যটন কেন্দ্রে যেতে হবে। অথবা সিএনজি করেও যেতে পারবেন। তাই আপনি সাজেক ভ্রমণের প্ল্যান করে থাকলে আলুটিলা গুহার সাথে অল্প সময়েই নিউজিল্যান্ড পাড়াটিও ঘুরে আসতে পারেন। একইসাথে দেখে নিতে পারেন হাজাছড়া ঝর্ণাও।