সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  অক্টোবর  ২০১৬

সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে

সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে পড়ার ঘটনায় জালাল উদ্দিন রুমি (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল।

এর আগে শনিবার রাত সোয়া ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে পড়ে যায়।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, রাত ১২টার পর একটি মাইক্রোবাস উচ্চস্বরে গান বাজিয়ে বেপরোয়াভাবে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ব্রিজের মাঝামাঝি গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, উদ্ধার অভিযানে ডুবুরি দল কাজ করছে।

 

Related posts