শীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ সেপ্টেম্বর ২০১৬
সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের মারধর ও বাস কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে অর্নিদিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বুধবার রাত সাড়ে ১০টায় পরিবহন ধর্মঘটের ষোঘণা দেন সিলেট বিভাগের শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক।
সিলেট বিভাগের শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক জানান, গত কয়েক মাস ধরে সুনামগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির কমিটি নিয়ে সমস্যা চলছে। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় বাস কাউন্টারের দায়িত্বে থাকা মতিন মিয়াসহ কয়েকজনের উপর হামলা চালিয়ে মারধর ও অফিস ভাঙচুর করেন অপর মালিক পক্ষের সদস্য আমজাদ হোসেনের লোকজন। এতে গুরুতর আহত হয়ে ফখরউদ্দীন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। পরিবহন শ্রমিক উপর এমন হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে দূরপাল্লার বাসসহ সকল প্রকার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়।
পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আরো জানানো হয়, এর আগে জেলা প্রশাসককের কাছে দোষীদের গ্রেফতারের জন লিখিত আবেদন দেয়া হয়েছিল।