শীর্ষরিপো্র্ট ডটকম। ৩ আগস্ট ২০১৬
সিঙ্গাপুরে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অভিজ্ঞ কূটনীতিক মুস্তাফিজুর রহমানকে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (জাতিসংঘ বিভাগ) হিসেবে বর্তমানে কর্মরত।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সিঙ্গাপুরের নতুন হাই-কমিশনার হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
মুস্তাফিজুর রহমান এরআগে নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি এবং কলকাতায় উপ-হাই কমিশনারের দায়িত্ব পালন করেছেন। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাসেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।