শীর্ষরিপো্র্ট ডটকম। ১৫ জুন ২০১৬
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ রিমেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই বাস টার্মিনালে এক ব্যবসায়ীর কাছ থেকে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের উপ-সম্পাদক রায়হান আহমেদ রিমেলের নেতৃত্বে ৪/৫ জন ছিনতাইকারী ৩৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে রাতেই ভূক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমেলকে আটক করে।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান যুগান্তর অনলাইনকে বলেন, একজন ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় রায়হান আহমেদ রিমেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভূক্তভোগী ব্যবসায়ী কোনো মামলা করেননি। ছিনতাইয়ের টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।