শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ জানুয়ারি ২০১৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রকাশ ও বিতরণ কাজের সার্বিক খবর গণমাধ্যমে তুলে ধরায় দেশের সর্বস্তরের গণমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন ।
মঙ্গলবার এক ‘ধন্যবাদ পত্র’-তে তিনি বলেন, ‘১ জানুয়ারি দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো পাঠ্যপুস্তক উৎসব ২০১৭। এ উৎসবে জাতীয় পর্যায়ের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াসহ প্রত্যন্ত অঞ্চলের মফঃস্বল সাংবাদিকবৃন্দ অনেক কষ্ট স্বীকার করে বই বিতরণের ছবি ও সংবাদ প্রকাশ করে পাঠ্যপুস্তক উৎসবকে সফল ও মহিমান্বিত করেছেন। এ জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’
ধন্যবাদ পত্রে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘পাঠ্যবই প্রণয়ন, মুদ্রণ, বাঁধাই, পরিবহনসহ উৎসব পালনের প্রতিটি স্তরে সাংবাদিক বন্ধুরা খোঁজ-খবর রাখেন, নিউজ করেন, প্রশংসা করেন এবং গঠনমূলক সমালোচনা করেন। এ সবই এ বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে ইতিবাচক ভূমিকা পালন করে থাকে। আপনারা শুধু পাঠ্যপুস্তক উৎসব নয়, শিক্ষা মন্ত্রণালয়ের সব ধরনের কাজের কার্যকরী অংশীদার। ভবিষ্যতেও শিক্ষা মন্ত্রণালয়ের সব কাজে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। আপনাদের সবার শারীরিক সুস্থতা ও সফলতা কামনা করছি।’