সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

শীর্ষরিপো্র্ট ডটকম । ৯  জানুয়ারি  ২০১৭

সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

সারাদেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতর আজ একথা জানায়। আজ রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

আবহওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপটি দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।

 

Related posts