সাভারে বিআরটিসির বাসে আগুন, আহত ১২

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  আগস্ট ২০১৬

সাভারে বিআরটিসির একটি দ্বিতল বাস পুড়ে গেছে। বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাস থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে অন্তত ১২ যাত্রী আহত হন।

সাভারে বিআরটিসির বাসে আগুন, আহত ১২

সাভারে বিআরটিসির বাসে আগুন, আহত ১২

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসযাত্রী জানান, শুক্রবার রাত ৯টার দিকে সাভার থেকে একটি বিআরটিসির দ্বিতল বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি শতাধিক যাত্রী নিয়ে হেমায়েতপুর এলাকায় পৌঁছলে হঠাৎ করে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় যাত্রীরা দ্রুত নেমে যান। ১ ঘণ্টার মধ্যে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

 

Related posts