সাভারে প্লাস্টিক ব্যাগ কারখানায় আগুন

শীর্ষরিপো্র্ট ডটকম। ৯ জুন ২০১৬

সাভারে প্লাস্টিক ব্যাগ কারখানায় আগুন

সাভারে প্লাস্টিক ব্যাগ কারখানায় আগুন

রাজধানীর অদূরে সাভারে একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে চারঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানায়, পৌরসভার কর্নপাড়া এলাকার এবি ওভেন ব্যাগ ফ্যাক্টরিটি রাতে খোলা ছিল। এ সময় প্রায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ কারখানার ননো ব্যাগ সেকশনের টিনসেট ভবনে আগুন লেগে যায়। মুহূর্তেই মধ্যেই টিনসেড ভবনটি ধসে পড়লে আগুন আরো বেড়ে যায়।

Savar-picture

ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর এমএ মামুন জানান, প্লাস্টিক ব্যাগ তৈরির কাঁচামাল ও কেমিক্যাল থাকায় মুহূর্তেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পরে যোগ দেয় আরো ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট আটটি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার ইনচার্জ শাহ আলম জানান, রাত ২টার দিকে কারখানার ননো ব্যাগ সেকশনের বৈদ্যুতিক হিটার থেকে আগুনের উৎপত্তি ঘটে। বৈদ্যুতিক হিটারের মাধ্যমে ব্যাগ তৈরির কাঁচামাল পিপি (দানাদার প্লাস্টিক) গলানো হতো। তবে এ ঘটনায় কোনো শ্রমিক হতাহত হয়নি।

 

Related posts