শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ আগস্ট ২০১৬
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৩৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে এদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানায় ১২ জন, কলারোয়া থানায় ৬ জন, তালায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ৪ জন, আশাশুনি থানায় দুইজন, দেবহাটা থানায় দুইজন ও পাটকেলঘাটা থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।