শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬ জুলাই ২০১৬
সরকারি নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের প্লট-ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে কোটা সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য নতুন করে সাংবাদিকপল্লী গড়ার কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাস্তবায়নকৃত বিভিন্ন আবাসিক প্রকল্পসমূহে সরকারি নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের প্লট-ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে কোটা সংরক্ষিত রয়েছে।