সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩  অক্টোবর  ২০১৬

সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী

সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী

ধনী-গরীব সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে রাজধানীর শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, দেশে ঝরে পড়া শিশুর সংখ্যা কমে যাচ্ছে, বাড়ছে শিক্ষার হার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন শিশুর অধিকার বাস্তবায়নে মা-বাবা, পরিবার ও সমাজের সবার ভূমিকা অপরিসীম। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন খাদ্য সংকট নেই, কোন শিশু যাতে খেতে না পেয়ে কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখছে সরকার। তিনি বলেন শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি, নিরাপত্তা ও বিনোদনের কোনো বিকল্প নেই। বিশ্বের সব শিশুর অধিকার সংরক্ষণের বিষয়টি উপলব্ধি করে জাতিসংঘে শিশু অধিকার সনদ গৃহীত হয়েছে।

 

 

Related posts