শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ আগস্ট ২০১৬
রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সবুজবাগ থানা এলাকার বাসাবো কমিউনিটি সেন্টারের বিপরীতে ১৫৭/২ নং বাসার ছাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশুর নাম মাশরাফি ইবনে মাহবুব ও হুমায়রা বিনতে মাহবুব। তাদের বাবা মো: মাহবুব ঢাকা ওয়াসায় কাজ করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নওসের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। নিহত শিশুদের বাবা-মা ঘটনাস্থলেই রয়েছেন।
জানা গেছে, শিশু দুটির মরদেহ থেকে মাথা আলাদা করা। মা মানসিক রোগী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হত্যাকাণ্ডটি শিশু দুটির মা’র কাজ হতে পারে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন, ৬ তলা ভবনের ছাদে দুটি রুম রয়েছে। তারা সেখানে থাকতো। রুম থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। কিন্তু সেটি দিয়ে হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত না। আমরা তদন্ত করছি।
তবে নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসআই নওসের।
নিহত মাশরাফি ইবনে মাহবুব ও হুমায়রা বিনতে মাহবুবেবর মরদেহের সুরৎহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।