সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ঃ প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম । ৩১  ডিসেম্বর  ২০১৬

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ঃ প্রধানমন্ত্রী

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন  ।

শনিবার সকালে গণভবনে ২০১৭ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বছরের আগমন উপলক্ষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার।’

এরপরই তিনি সহাস্যে বলে ওঠেন, ‘ইংরেজি বছর তো, তাই ইংরেজিতে বললাম।’

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন এবং জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, আজ পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর আগামীকাল রোববার বছরের প্রথম দিনে দেশব্যাপী পালন করা হবে বই উৎসব।

 

Related posts