সচিবালয়ে ৮.৯ মাত্রার ভূমিকম্পের মহড়া হলো

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৯ অক্টোবর  ২০১৬

সচিবালয়ে ৮.৯ মাত্রার ভূমিকম্পের মহড়া হলো

সচিবালয়ে ৮.৯ মাত্রার ভূমিকম্পের মহড়া হলো

৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে করণীয় বিষয়ে সচিবালয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে ৪৫০ কিলোমিটার দূরে বাংলাদেশ-মিয়ানমান সীমান্তে রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ধরে রোববার বেলা ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ভূমিকম্পের সময় করণীয় বিষয় ছাড়াও অগ্নি-প্রতিরোধ, আগুন নেভানো, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়গুলো দেখানো হয়।

১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর যৌথভাবে এ মহড়ার আয়োজন করে। ১০ অক্টোবর সদরঘাটে ভূমিকম্পের আরেকটি মহড়া অনুষ্ঠিত হবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Related posts