সংসদের ১১তম বাজেট অধিবেশন সমাপ্ত

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৮  জুলাই ২০১৬

সংসদের ১১তম বাজেট অধিবেশন সমাপ্ত

সংসদের ১১তম বাজেট অধিবেশন সমাপ্ত

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির নির্দেশ  এ জাতীয় সংসদের ১১তম অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশন শেষ হয়েছে। এর আগে সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য দেন।

চলতি বছরের তৃতীয় অধিবেশন ছিল এটি। এ অধিবেশনের কার্যদিবস ছিল ৩২টি। বাজেটের ওপর মোট ৬০ ঘণ্টা ৫০ মিনিট আলোচনা হয়েছে। এর মধ্যে বাজেটের ওপর মোট ৫৯ ঘণ্টা ১৪ মিনিট এবং সম্পূরক বাজেটের ওপর ১ ঘণ্টা ৩৬ মিনিট আলোচনা হয়।

মূল বাজেটের ওপর আওয়ামী লীগের ১৭৬ জন, ওয়ার্কার্স পার্টির সাতজন, তরিকত ফেডারেশনের একজন, জাতীয় পার্টির ৩৫ জন, জাতীয় পার্টি (জেপি) একজন, বিএনএফ একজন এবং স্বতন্ত্র ১১ জন বক্তব্য রাখেন। এই অধিবেশনে ২৭টি সরকারি বিলের মধ্যে ১৬টি পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে ১৯৩টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো হতে ১২টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ২টি সংসদের বৈঠকে আলোচনা হয়। ৭১ বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৫৬টি।

এই অধিবেশনে প্রধানমন্ত্রী উত্তর দেয়ার জন্য সর্বমোট ২৩১টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ৯১টি প্রশ্নের উত্তর দেন তিনি। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট চার হাজার ১৮৪টি প্রশ্নের নোটিশের মধ্যে মন্ত্রীরা তিন হাজার ৪৭১টি প্রশ্নের জবাব দেন।

প্রসঙ্গত, ১ জুন এই অধিবেশন শুরু হয়েছিল। ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থবছরের বাজেট পেশ করেন। ৩০ জুন বাজেট পাস হয়।

 

Related posts