শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ আগস্ট ২০১৬
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে এটা একটি বড় ধরনের ঘটনা বিবেচিত হচ্ছে।
তিনি ২৯ আগস্ট সকালে ঢাকা অবতরণ করবেন এবং সন্ধ্যায় নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সাড়ে তিন বছর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
একটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বার্তা বহন করবেন কেরি।
দিনব্যাপী সফরে তিনি নিরাপত্তাসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে আলোচনা করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাত করবেন।