শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ সেপ্টেম্বর ২০১৬
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সন্তানেরা সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘৭১-এর গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। সরকারকে বেকায়দায় ফেলতে তারা এ ষড়যন্ত্র করছে।’
অনুষ্ঠানে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা আমাদের মতো নির্দোষ নয়। তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে।’
এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে নতুন আইন প্রণয়নে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। তাদের সম্পদ কীভাবে শহীদ পরিবার এবং সাধারণ জনগণের উপকারে আসে, তা পর্যালোচনা করা হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজনে নতুন আইন করা হবে।’
সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির নির্মিত ‘জার্নি টু জাস্টিস’ নামের একটি তথ্যচিত্র দেখানো হয়।