শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ জানুয়ারি ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে গোটা দেশ আগুনে জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লিটনকে কারা হত্যা করেছে ইতোমধ্যে দেশের মানুষ বুঝে গেছে। তাই ষড়যন্ত্র করে কেউ পার পাবে না।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নওফেল চৌধুরী প্রমুখ।