শীতের ফুল গাঁদা চন্দ্রমল্লিকা, ডালিয়া

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪  জানুয়ারি ২০১৭

শীতের ফুল গাঁদা চন্দ্রমল্লিকা, ডালিয়া

শীতের ফুল গাঁদা চন্দ্রমল্লিকা, ডালিয়া

শীতকালে সাধারনত যেসব ফুল ফোটে তাদের মধ্যে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুল অন্যতম।
খুব সহজেই এগুলি বারান্দায় চাষ করা যায়।শীতকালে সবচাইতে যে ফুল ফোটে তার নাম গাঁদা
চাইনিজ, রাজগাঁদা, আফ্রিকান ও ফরাসি জাতের গাঁদা আমাদের দেশে বেশি চাষ হয়।লাল, হলুদ,
কমলা, গাঢ় খয়েরি,লাল হলুদের মিশ্রন ইত্যাদি বিভিন্ন রঙের ফোটে থাকে।কেটে যাওয়া রক্ত পরা
বন্ধ করতে , কাটা ঘা শুকাতে ও জ়ীবাণুনাশক হিসাবে গাঁদা ফুলের রস খুবই উপকারি।
টবে ফোটানো যায় গাঁদার পরে ডালিয়া ,চন্দ্রমল্লিকা শীর্ষে। গাঁদার অনেক জাত তো আছেই পাশাপাশি চন্দ্রমল্লিকার ও অনেক জ়াত আছে।এদের মধ্যে বড় কোকড়ানো পাপড়ির স্লোবল জ়াতটি অন্যন্ত আকর্ষণীয়।ডালিয়া অনেক দিন টবে ফোটানো থাকে। ফুল ও ফোটে অনেক।
কি করা প্রয়োজ়নঃ দো আশঁ ও উর্বর মাটি গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া চাষের জন্য

শীতের ফুল গাঁদা চন্দ্রমল্লিকা, ডালিয়া

শীতের ফুল গাঁদা চন্দ্রমল্লিকা, ডালিয়া

উপযোগী। শুকনো গাঁদা ফুলের পাপড়ি ভেজা মাটিতে ছড়িয়ে রাখলেই কিছুদিন পর চারা হয়ে যায়।ডালিয়া ও চন্দ্রমল্লিকা নার্সারি থেকেই কেনা ভাল। ১০/১২ ইঞ্চি টবে মাটির সঙ্গে টব প্রতি ১৫০ থেকে ২৫০ গ্রাম পেকেটের সার ,জৈবসার কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে টব ভরবেন।পলি ব্যাগের চারা টবের মাঝখানে সোজ়া করে লাগিয়ে চারর মাটি দুই হাতের আংগুল দিয়ে চেপে শক্ত করে দেবেন।এরপর পানি দেবেন।টবে আপাতত সার দেওয়ার প্রয়োজ়ন হবে না। চারা বড় হলে খুটির সাথে বেধেঁ দিতে হবে। গাছে ফুলের সংখ্যা বাড়ানোর জন্য ফুল আসার একামাস আগে গাছের ডগা ভেঙ্গে দিতে হবে । একটি শাখায় ঘন হয়ে ফুল বা কুঁড়ি বেশি ধরলে উপরের একটি বা দুইটি রেখে সব ভেঙ্গে দিতে হবে।চারা রপনের১৫দিন পর প্রতি শতাংশে ৫০ গ্রাম ইউরিয়া সার দেওয়া যেতে পারেন।
চারা তৈরিঃ
শাখা কলম ও বীজ়ের মাধ্যমে চারা তৈরি করা যায়। নবেম্বরে বিজতালায় বিজ বপন করে চারা তৈরি করা যায়।শীতকালে এর ফলন ভাল হয়।
শাখা দিয়ে কলম করার জন্য গাদাঁ গাছের চারা ৮-১০ সেন্টিমিটার লম্বা করে কাটতে হবে। শাখা ডালের টোকরা গুলো দুই একটা
পর্বসহ কাটতে হবে এবং রোপণ করতে হবে। এর অপযুক্ত সময় মার্চ মাস। নিয়মিত পানি দিয়ে বিজতলা ভিজিয়ে রাখতে হবে, ২০-২৫ দিনের মধ্যে পাতা গজাবে। ওপরের মাটি সরিয়ে কিছুদিন পর পর জৈবসার প্রয়োগ করতে হবে। টব রাখবেন রোদে ছাদে, বেল্কনিতে। গা্ছে পানি দেওয়ার সময় শুধু গাছেরগোড়ায় পানি না দিয়ে নিয়মিত উপরের পাতা সহ ঝাঝরিতে করে বৃস্টির মত করে হাল্কা পানি দিতে হবে।

 

Related posts