শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫ মে ২০১৬
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বুধবার শিল্পমন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে শিল্পমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মো. আরিফুল ইসলামও থাকবেন।
উলেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জ্জীর নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সদ্য অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভা নির্বাচনে জয়লাভ করে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করছে।
এ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। জাপানে ২৬-২৯ মে পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় সফরসূচির কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তার স্থলে শিল্পমন্ত্রী এতে যোগ দিচ্ছেন।