শাহজালালে ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি যাত্রী আটক

শীর্ষরিপো্র্ট ডটকম। ১০ জুন ২০১৬

শাহজালালে ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি যাত্রী আটক

শাহজালালে ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি যাত্রী আটক

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। শুক্রবার সকালে এসব মুদ্রা জব্দ এবং ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদতফরের মহা-পরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পাকিস্তান থেকে আগত যাত্রী আবুল বাশারসহ দুইজনকে আটক করা হয়েছে। মুদ্রা গণনা চলছে। গণনা শেষে বিস্তারিত জানানো হবে।

কি উদ্দেশ্যে, কার নির্দেশে মুদ্রাগুলো দেশে আনা হয় এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

 

 

 

Related posts