শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬ জুলাই ২০১৬
জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সমাজ জীবনে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আরো সতর্কতার সঙ্গে কঠোরভাবে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি সেবা গ্রহণে মানুষ যাতে কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম তৃণমূল থেকে কমিটি গড়ে তুলে যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের খুঁজে বের করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বর্তমানে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। যদিও এটা নতুন না, আপনাদের মনে থাকা উচিত দেশে একইদিনে ৫০০ জায়গায় বোমা হামলা হয়েছে, গোপালগঞ্জে আমার সমাবেশস্থলে ৭৬ কেজির বোমা পুঁতে রাখা হয়েছিল, আমার ওপর গ্রেনেড হামলাসহ বেশ কয়েকবার হত্যা প্রচেষ্টায় হামলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ আহসানউল্লাহ মাস্টার এমপিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’
‘২০১৩-১৪ সালে মানুষ হত্যা করা। ২০১৫ এর জানুয়ারি থেকে মার্চ তিনটি মাস সন্ত্রাস, তাণ্ডব ও আগুন সন্ত্রাসীদের কবল থেকে শিক্ষক, নারী-শিশু কেউ বাদ যাননি। নির্মম সন্ত্রাসের শিকার হয়ে অনেকেই পোড়া শরীর নিয়ে ভয়াবহ জীবন যাপন করছে।’
জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলের সহযোগিতায় আমরা এই সন্ত্রাস থেকে মুক্ত হতে পেরেছি। আপনারা জেলায় জেলায় ব্যবস্থা নিয়েছিলেন বলেই আমরা এই সন্ত্রাসকে প্রতিহত করতে পেরেছি। সমস্যা একক প্রশাসনিক প্রচেষ্টায় মোকাবেলা করা সম্ভব নয়। সম্মিলিতভাবে সমাধান করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে।
প্রধানমন্ত্রী এ সময় রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলার ঘটনা উল্লেখ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এসব ঘটনা মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সরকারের বিভিন্ন ক্ষেত্রের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।