শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ ডিসেম্বর ২০১৬
শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি এবং আলোচনা সভার মধ্যদিয়ে সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি পালনে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন আবাসিক হল, ছাত্র-শিক্ষক ও সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী-পেশাজীবী সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতি সংগ্রহশালার উদ্যোগে প্রভাতফেরি করে।
এরপর শহীদ বুদ্বিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে নওগাঁ,বগুড়া,চাঁপাইনবাবগঞ্জ,পাবনা,জয়পুরহাট,সিরাজগঞ্জ, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি এবং আলোচনা সভার মধ্যদিয়ে সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।