শীর্ষরিপো্র্ট ডটকম। ১ আগস্ট ২০১৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপিপন্থী সাংবাদিক ইউনিয়নের নেতা শওকত মাহমুদকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। চিকিৎসার জন্য তিনি ৪০দিন দেশের বাইরে অবস্থান করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আজম মোরশেদ আল মামুন, এম মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির, সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
অ্যাডভোকেট মাসুদ রানা জানান, শওকত মাহমুদকে জামিন দেওয়ার সময় হাইকোর্ট শর্ত দিয়েছিল বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সে অনুযায়ী চিকিৎসার জন্য ১৮ জুলাই বিদেশে যাওয়ার জন্য নিম্ন আদালতে অনুমতি চেয়ে আবেদন চেয়ে ব্যর্থ হন শওকত মাহমুদ। পরে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা।
গতকাল রোববার সেই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে সোমবার শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি দেন হাইকোর্ট। গত ২২ জুন সব মামলা থেকে জামিন পান শওকত মাহমুদ।