শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ মে ২০১৬
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে শুক্রবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে প্রবল বৃষ্টি দেখা দিয়েছে। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠা-নামায় বিলম্ব হচ্ছে। বিমানবন্দর সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিয়মিত বৃষ্টিপাতের কারণে ৩০ মিনিট থেকে প্রায় ৫ ঘণ্টা পর্যন্ত ফ্লাইট বিলম্বে ওঠা-নামা করছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়ে যাওয়া এয়ারলাইন্সগুলো হচ্ছে কুয়ালালামপুরগামী মালিন্দো এয়ার, মালেয়েশিয়ান এয়ার, দোহাগামী কাতার এয়ারলাইন্স, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ান এবং হংকংগামী হংকং এয়ারলাইন্স।
শাহজালালে দেরিতে অবতরণ করা ফ্লাইটগুলো হচ্ছে কাঠমান্ডু থেকে আগত ড্রাগন এয়ার, দোহার কাতার এয়ারওয়েজ, দোহার ব্রিটিশ এয়ারওয়েজ এবং রিয়াদের সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় নিয়ে অনেক দেশ থেকে কয়েকটি ফ্লাইট এখনো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেনি। দুপুর ও বিকেলের আরো বেশ কয়েকটি ফ্লাইট ওঠা-নামায় বিলম্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।