রোববার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৪   অক্টোবর  ২০১৬

রোববার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোববার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভারত যাচ্ছেন। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে তার যোগদান করার কথা রয়েছে।

সোমবার তিনি দেশে ফিরবেন। শুক্রবার ঢাকা মেট্টোপলিট্রন পুলিশের (ডিএমপি) নিউজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সকাল ৮ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারতের গোয়া নেভাল বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ২৩ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে শেখ হাসিনা সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

সোমবার সকাল ৭টায় গোয়া নেভাল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রওনা হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে কারিগরি ও অর্থনৈতিক জোট হচ্ছে বিমসটেক। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশ নিয়ে গঠিত হয় ব্রিক্স।

 

 

Related posts