শীর্ষরিপো্র্ট ডটকম । ২ অক্টোবর ২০১৬
কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল রোববার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুই দেশে ১৬ দিনের সফর শেষে শুক্রবার দেশে ফিরেন প্রধানমন্ত্রী।
সফরকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষণসহ প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
কানাডায় পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সফরকালে দক্ষ রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হন প্রধানমন্ত্রী।
এই সম্মান লাভের জন্য তাকে বিমানবন্দরে অভ্যার্থনা দেয় আওয়ামী লীগ।