রিজার্ভ চুরি: পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩০  মে  ২০১৬

রিজার্ভ চুরি: পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি

রিজার্ভ চুরি: পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি

অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে দেশের বাইরের কিছু প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে সরকার গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, রিজার্ভ চুরির ঘটনায় সুইফটসহ দেশের বাইরের কিছু প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কিছু কিছু সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

সে সম্পর্কে আরো অনুসন্ধান চলছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে এই রিপোর্ট প্রকাশ করা হবে।

গত ১৫ই মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির কার্যমেয়াদের ৭৫তম দিনে দুপুরে অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

 

Related posts