শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ জানুয়ারি ২০১৭
রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আজ বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং গণফ্রন্টের সাথে আলোচনা করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে আলোচনার জন্য গত ১২ জানুয়ারি আটটি রাজনৈতিক দলের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি খেলাফত মজলিস, জমিয়ত-ই-উলেমা-ই-ইসলাম বাংলাদেশ এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ মুসলিম লীগ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সাথে আলোচনা করবেন।
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এরশাদ) সহ এ পর্যন্ত তিনি ২৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন।
কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কারণে রাষ্ট্রপতি এই সংলাপের উদ্যোগ নিয়েছেন।