রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৭ আগস্ট ২০১৬

রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন

রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “রোববার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।”

আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন।লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে তার চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা হবে বলে প্রেস সচিব জানান।

আগামী ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।

 

 

Related posts