রামপাল প্রকল্প বাতিলে মোদিকে চিঠি দেবে জাতীয় কমিটি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭  অক্টোবর  ২০১৬

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি দেবে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

আগামী ১৮ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমবেত হয়ে ভারতীয় হাইকমিশনে এই চিঠি হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার পল্টনে মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি প্রমুখ।

ভারতের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দেওয়ার কারণ ব্যাখ্যায় আনু মুহাম্মদ বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেও একটি খোলা চিঠি দিয়েছিলাম। ভারত যেহেতু এ প্রকল্পের অন্যতম অংশীদার এবং ভারতীয় অংশেও সুন্দরবন রয়েছে, সেহেতু সুন্দরবন রক্ষায় ভারতের প্রধানমন্ত্রীকেও চিঠি দেব।

তিনি আরো বলেন, এ প্রকল্প নির্মাণে মুখ্য ভূমিকা পালন করছে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ প্রতিষ্ঠান এনটিপিসি, ভারতের রাষ্ট্রীয় নির্মাণ প্রতিষ্ঠান ভেল, অর্থায়নে ভারতের রাষ্ট্রীয় ব্যাংক এক্সিম ব্যাংক, কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এসব প্রতিষ্ঠান লাভবান হবে সুন্দরবন ধ্বংসের বিনিময়ে। বাংলাদেশে সুন্দরবন আক্রান্ত হলে ভারতের অংশের সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে।

ইউনেস্কোর সুপারিশ মেনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান আনু মুহাম্মদ।

 

 

Related posts