শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ আগস্ট ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন বিরোধী আন্দোলনকারীরা টাকা-পয়সা কোথায় থেকে পাচ্ছেন সেটাও একটা প্রশ্ন।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এই যে শত শত মানুষ যোগাড় করা, গাড়ি-ঘোড়া নিয়ে ঘোরা এতগুলো রোড মার্চ করা। এখানে কয়লা বিদ্যুৎ নির্মাণ বন্ধের জন্য একটা ফুয়েল ব্যবহার করা। উনারা ফুয়েলটা কোথা থেকে পাচ্ছেন? উনাদের কে যোগান দিচ্ছেন? অর্থ-কড়ি কোথা থেকে পাচ্ছেন? যে এত আন্দোলন, এত কিছু করে যাচ্ছেন। এই টাকা-পয়সাটা কোথা থেকে পাচ্ছেন সেটাও একটা প্রশ্ন।’
তিনি বলেন, ‘আমার কোন কিছু আসে যায় না। বেশি কথা বলার জন্য সব বিদ্যুৎ কেন্দ্র যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু আর পাবেন না। অন্য কেউ এসে করে দেবে সে আশা করেন না। আরও যদি বলেন, যে কয়টা পাওয়ার প্ল্যান্ট করেছি সব কয়টা বন্ধ করে দেই। কোন অসুবিধা বা কোন দূষণ হবে না। আপনারা হারিকেন বা কুপি জ্বালিয়ে চলবেন আমার অসুবিধা কি?’
প্রধানমন্ত্রী বলেন, ‘রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিরোধীতা করছে ইদানিং আবার আনোয়ারা নিয়েও কথা হচ্ছে, সেখানে তো সুন্দরবন নেই। আনোয়ারা নিয়ে এত কথা কেন? মুন্সিগঞ্জে পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছি কয়লাভিত্তিক সেটা নিয়ে কথা বলে নাই। তবে আমি বলার পর হয়তো এটাও শুরু করবে।’