শীর্ষরিপো্র্ট ডটকম । ১১ জানুয়ারি ২০১৭
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্য দুঃখজনক এবং গণতন্ত্রের জন্য হতাশজনক বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
তিনি বলেন, বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন নয়, একটা উছিলা তৈরি করে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা এবং দেশের সংবিধানকে বিপর্যস্ত করে ফেলা। এটি একটি চক্রান্ত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশন প্রধান না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।
মন্ত্রী আজ সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
সাংবাদিক সাগর-রুনী হত্যাকান্ডের পাঁচ বছর পূর্ণ হওয়ায় এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি এমন এক প্রশ্নের জবাবে ইনু এই হত্যাকান্ডের সুরাহা না হওয়া ও প্রকৃত দোষীদের আইনের হাতে সোপর্দ না হওয়ায় হতাশা ব্যাক্ত করেন। সাংবাদিক সাগর-রুনীর খুনিরা ধরা পড়বে এবং বিচারের আওতায় আনার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
পরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এক মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।