রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে আইনজীবী নিহত

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ সেপ্টেম্বর ২০১৬

 

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে আইনজীবী নিহত

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে আইনজীবী নিহত

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক আইনজীবী নিহত হয়েছেন। তার নাম সালাউদ্দিন ফটিক (৫২)। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সিগনাল থাকার পরও দ্রুত মালিবাগ রেলক্রসিং লাইন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এসময় কমলাপুর থেকে জয়দেবপুরগামী একটি ডেমু (কমিউটার) ট্রেন যাচ্ছিল।

তিনি জানান, নিহত সালাউদ্দিনের বাড়ি চাঁদপুরের কচুয়ার শ্রীরারামপুর এলাকায়। তিনি মালিবাগে থাকতেন।

দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন।

 

 

Related posts