রাজধানীর গুলশান-বনানী-বারিধারার ‘হাঁটাপথ’ বন্ধ

শীর্ষরিপো্র্ট ডটকম। ২২  জুলাই  ২০১৬

রাজধানীর অভিজাত গুলশান, বনানী ও বারিধারার ডিপ্লোমেটিক জোনে (কূটনৈতিক পাড়া) জনসাধারণের পায়ে হেঁটে প্রবেশের পথগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।

রাজধানীর গুলশান-বনানী-বারিধারার ‘হাঁটাপথ’ বন্ধ

রাজধানীর গুলশান-বনানী-বারিধারার ‘হাঁটাপথ’ বন্ধ

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি জানান, গুলশান, বনানী ও বারিধারার কিছু সরু রাস্তা দিয়ে পায়ে হেঁটে ডিপ্লোমেটিক জোনে প্রবেশ করা যেত। কিন্তু সম্প্রতি আর্টিসানে হামলার পর এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পায়ে হাঁটার এই সরুপথগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি নিজে ওই এলাকাগুলো পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারপর সেই পথগুলো বন্ধ করে দেয়া হয়েছে।’

এছাড়াও বিদেশিদের চলাচলের জন্য গুলশান এলাকায় ৩০ এসি বাস এবং ২০০ বিশেষ রঙের রিকশা নামানো হচ্ছে বলেও জানান তিনি।

 

Related posts