শীর্ষরিপো্র্ট ডটকম। ১ জুলাই ২০১৬
রাজধানীর গুলশানের ২ এলাকার ৭৯ রোডে ব্যাপক গোলাগুলি চলছে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়। অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ নিজ কানে শুনেছেন বলে জানিয়েছেন এক স্থানীয়। এসময় ৮/৯ জন বন্দুকধারী আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এবং পরে তাদেরকে লক্ষ্য করে শক্তিশালি বোমা নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গুরুতর আহত হয় বলে জানা গেছে।
ওই রেস্টুরেন্টে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন এবং একজন বিদেশী নাগরিককে জিম্মি করা হয়েছে বলেও জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। এখনও দফায় দফায় গুলির শব্দ শোনা যাচ্ছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, রাতে গুলশানের ৭৯ নম্বর সড়কে একটি রেস্টুরেন্টে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গুলিও ছোড়ে। তখন সেখানে পুলিশ গেলে তাঁদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না এবং কী কারণে এ ঘটনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ওই এলাকা ঘেরাও করে রেখেছে।
গুলশান ২ নম্বর সার্কেলের দিকে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছে বলে একজন আলোকচিত্রী জানিয়েছেন।