রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের লুপ নির্মাণের কাজ শেষ

শীর্ষরিপো্র্ট ডটকম। ২১  এপ্রিল  ২০১৬

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের লুপ নির্মাণের কাজ শেষ

খিলগাঁও ফ্লাইওভারের লুপ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের লুপ নির্মাণকাজ শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রী সময় দিলেই এটির উদ্বোধন হবে। লুপটি চালু হলে মাদারটেক, কদমতলী, বাসাবো ও সিপাহীবাগের লোকজন খুব সহজেই রাজারবাগ হয়ে মতিঝিল চলে যেতে পারবেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় এমপি সাবের হোসেন চৌধুরী ঢাকার পূর্বাঞ্চলের যানজটপ্রবণ খিলগাঁও রেলগেটে একটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেন।

প্রকল্পের পরিচালক এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে আজাদ বলেন,  প্রধানমন্ত্রী সময় পেলেই এটি উদ্বোধন করা হবে। এই লুপ চালু হলে বর্তমান ফ্লাইওভারের যানবাহন ধারণক্ষমতা বাড়বে। এছাড়া প্রগতি সরণি এবং ঢাকা শহরের পূর্বাঞ্চল বিশেষ করে মাদারটেক, কদমতলী, বাসাবো ও সিপাহীবাগ থেকে আসা যানবাহন রাজারবাগ ও মতিঝিলের দিকে সরাসরি যেতে পারবে।’

 

Related posts