শীর্ষরিপো্র্ট ডটকম। ১৫ জুন ২০১৬
পুলিশকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় রাজধানী থেকে ৯টি মোটরসাইকেল জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত ২৪ ঘণ্টায় ট্রাফিক পুলিশের বিশেষ এই অভিযানে এসব মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া লাইসেন্স, ইন্স্যুরেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ এবং রঙ সাইড দিয়ে চলাচলের কারণে ১ হাজার ১৮২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
ডিএমপি জানায়, মোটরসাইকেল ছাড়াও ট্রাফিক বিভাগের অভিযানে হাইড্রোলিক হর্ন ও হুটার বেকন লাইট ব্যবহার, উল্টো পথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৭৭৪টি মামলা দেয়া হয়েছে। এছাড়া এসব অপরাধে ৩১৪টি গাড়ি রেকারিং করা হয়েছে। গুরুতর অপরাধ করায় ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ৬৯টি যানবাহন। এসব অভিযানে মোট ৪ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।