শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ মে ২০১৬
রাজধানীর ধানমন্ডিতে দোতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিলু (৩৫) নামের ওই যুবক ধানমন্ডি ৯/এ রোডের ১০৯ নম্বর বাসা ‘সিদ্দিক আকবর ফাউন্ডেশন’র নিরাপত্তা কর্মী ছিলেন। শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
ঐ ভবনের সুপারভাইজার এইচএম রায়হান জানান, দোতলার ছাদে উঠে পাশের গাছে মই লাগিয়ে জাম পাড়ছিলেন নিলু। এ সময় মই সরে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল হাসতাপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।