শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬
রাজধানীর লালবাগ এলাকায় একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রেজাউল (২৬), তাঁর স্ত্রী রানী (২০), তাঁদের দুই মেয়ে আনিকা (৩) ও সানজিদা (২)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
রেজাউল বলেন, ম্যাচের আগুন থেকে তাঁদের টিনশেড ঘরে আগুন ধরে যায়।
বাড়ির মালিক জাহাঙ্গীর বলেন, সেখানে গ্যাসের কোনো লিকেজ ছিল না। তাই কী কারণে অগ্নিকাণ্ড হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, আগুনে রেজাউলের শরীরের ১৪ শতাংশ, রানীর ২৬, অনিকার ২৬ ও সানজিদার ৪৭ শতাংশ পুড়ে গেছে।