শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ আগস্ট ২০১৬
সঞ্জয় দত্তের জীবনী নিয়ে দত্ত শিরোনামের সিনেমা তৈরি করছেন নির্মাতা রাজকুমার হিরানি। এতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, এতে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আমির খানকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমার হিরানি অভিনেতা আমির খানকে দত্ত সিনেমার চিত্রনাট্য শুনিয়েছেন। চিত্রনাট্য শুনে বন্ধু এবং পরিবারের লোকজনের কাছে এর প্রশংসা করেছেন পিকে খ্যাত এ অভিনেতা।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দত্ত সিনেমায় সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের জন্য আমির খানকে প্রস্তাব দিয়েছেন রাজকুমার হিরানি।
সূত্রটি সংবাদমাধ্যমকে আরো জানান, যদি সুনীল দত্তের চরিত্রটি সিনেমায় কেউ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন তিনি আমির খান।
আমিরের পরবর্তী সিনেমা দাঙ্গাল-এ বাবার চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। রাজকুমার হিরানি এবং আমির খুব ভালো বন্ধু। এ নির্মাতার থ্রি ইডিয়টস সিনেমায় অভিনয় করেছেন আমির। দেখা যাক দত্ত সিনেমায় তিনি অভিনয় করেন কিনা।